বিনাবেতনে সুবিধা বঞ্চিত ছিন্নমূল ও অসহায় শিশুদের জন্য মুসাফির স্কুল

0
428
728×90 Banner

আবির হোসাইন শাহিন : “আমরা কিছু মুসাফির গড়ে তুলবো সুখের নীড়” এই প্রাতিপাদ্য কে সামনে রেখে মুসাফির স্কুলের যাত্রা শুরু।গাজীপুর জয়দেবপুর স্টেশনের পাশে প্রতি শুক্রবার প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। সমাজের অবহেলিত শিশুদের অক্ষর জ্ঞান দিয়ে থাকে কতিপয় তরুন – তরুণী যাদের সপ্ন শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। ববঞ্চিত শিশুদের জ্ঞানের আলোয় আকাশ পেরুবে থাকুক না শত বাধা বিপত্তি। মুসাফির একটি স্কুল যেখানে ছিন্নমূল অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।শুরুটা খুব বেশি দিনের নয় ২০১৬ সালের শেষের দিকে মুসাফির ইমরান, সারোয়ার সানি, সাদিকুল ইসলাম, তানজিলা আক্তার, শারমিন আক্তার, মুন্নি, উর্মি ও কতিপয় তরুন যুবকেরা মিলে গড়ে তোলে মুসাফির স্কুল। পরে তাদের কাজে উৎসাহী হয়ে যোগ দেয় বর্তমানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মুসাফির স্কুলের সক্রিয় সদস্যরা। তারা হাসিব, সম্পা সিদ্দিকা, দেলোয়ার হোসেন দিপু, নিবির,তানু, সঙ্গিতা, বর্ষা, তাসনিম, জান্নাতুল জারা, জেরিন, মিরা, হাসিব, সানজিদা শাম্মি, সানজিদা পাখি, বীনা, ফাহিম, রহিমা, শাহিনুর, আরাফাত হোসেন, সেতু, খালেদ, সানজিদা সেতু, আতিক, আবির হোসাইন শাহিন, শাকিল, আরিফ, জিয়া, সোহেল, ফরহাদ, রিপা, শবনম, ফারিয়া, রিদয়,আব্দুস সালাম (প্লাবন) সহ অনেকে। শুধু অক্ষর জ্ঞান নয় সামাজিক মুল্যবধ ও নৈতিকতা শিষ্টাচার প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়।ছিন্নমূল শিশুদের উৎসাহী করার জন্য পড়ার পাশাপাশি খাবার পোশাক দেয়া হয় কিন্তু কোন টাকা পয়সা নেওয়া হয়না।সদস্যদের মাঝ থেকে চাঁদা তুলে স্কুলটি পরিচালিত হয়। কোন রাজনৈতিক বা সার্থের জন্য নয় ব্যক্তিগত মুল্যবোধ থেকে এসব করা। ইশকুলটি সম্পর্কে স্কুলের প্রতিষ্ঠিত হওয়ার কারন জানতে চাইলে মুসাফির স্কুলের প্রধান ও প্রতিষ্ঠাতা মুসাফির ইমরান বলেন কোন সার্থ হাসিলের জন্য নয় বরং সমাজে পিছিয়ে পড়া শিশুদের আলোর পথ দেখানোই মুল উদ্দেশ্যে। দূর হোক নিরক্ষরতা ছড়িয়ে পড়ুক শিক্ষার আলো সর্বস্তরে মুসাফির স্কুলের জন্য শুভকামনা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here