১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার
728×90 Banner
Home Blog

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

0

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরও পাঁচটি গাড়িকে চাপা দেওয়ায় শিশুসহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারটি শিশু ও তিনজন নারী রয়েছেন। হতাহত কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে পৌর এলাকার পশ্চিম প্রান্তে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাক টোল দেওয়ার অপেক্ষায় থাকা তিনটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যান এবং টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ওই পাঁচটি গাড়ি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়। আর আহত হন অন্তত ২০ জন। পরে তাদের হাসপাতালে নিলে আরও ছয়জনের মৃত্যু হয়। ট্রাকটি রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি র পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছেন।

গাজীপুরের পূবাইলে জনতার হাতে মালামালসহ চোর আটক

0

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলে চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে চোরাই মালামাল সহ এক চোর আটকের খবর পাওয়া গেছে,
খোঁজ নিয়ে জানা গেছে, পূবাইলের ৪১ নং ওয়ার্ডের নয়ানী পাড়া এলাকার স্থানীয় শাকিল কালামের বাড়িতে ১৭ এপ্রিল রাতে বাড়ির ক্যাচি গেইট এর তালা কেটে বাড়িতে প্রবেশ করে দুই চোর ,
এ সময় ২য় তলার একটি রুমের থাই গ্লাস খুলে ঘরে থাকা দামি মোবাইলফোন ও জিনিসপত্র নিয়ে যায় চোর চক্র, এক পর্যায়ে অপর আরেকটি রুমের দরজা ভাংগার আওয়াজে বাড়ির ভাড়াটিয়াদের ঘুম ভেংগে যায়
ভাড়াটিয়া ও বাড়ির মালিক চুরির বিষয়ে অবগত হয়ে চিৎকার করলে এগিয়ে আসে প্রতিবেশীরা ,সেই সময় চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পূবাইল রহমানিয়া মাদ্রাসা এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ এক চোর কে আটক করে ফেলে এলাকাবাসী,
এ সময় চুরি করতে আসা অপর চোর পালিয়ে যায়, পরে আটকৃত চোর কে পূবাইল থানা পুলিশ এর কাছে সোপর্দ করে স্থানীয় জনগণ,
আটকৃত বেলায়েত ওরোফে মুরাদ গাজীপুর জেলার, জয়দেবপুর থানার, কুমুন (মাঝখাতিয়া) গ্রামের মৃত আবু সাইদ এর ছেলে, আভিযোগ সুত্রে জানা যায় উদ্ধার হওয়া চোরাই মালামাল এর মূল্য প্রায় দুই লক্ষ টাকা, এ বিষয়ে গাজীপুর মহানগরীর পূবাইল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে,
পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুরে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ নববর্ষ উদযাপন

0

অলিদুর রহমান অলি: আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যে লালিত বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে গাজীপুরে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । গত রবিবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমী ভবন অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব ওসমান আলী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান আব্বাস আলী, সিনিয়র শিক্ষক সুরুজ জামান মাস্টার প্রমুখ । বিদ্যালয় শিক্ষার্থীরা বর্ণিল সাজে বিভিন্ন ফেস্টুন ব্যানার সম্বলিত বাংলা ও বাংলার নানা শব্দের বহুমাত্রিক ব্যবহারে তাৎপর্য নিয়ে, বাংলার ঐতিহ্যে তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পহেলা বৈশাখে শুভেচ্ছা বিনিময় করলেন উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান

0

অলিদুর রহমান অলি: পহেলা বৈশাখ উপলক্ষে গাজীপুর মহানগর গাছা থানা পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন মোহাম্মদ ইব্রাহীম খান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ, জিএমপি, গাজীপুর। পরিদর্শনকালে থানায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, গাছা থানা, জিএমপি মোহাম্মদ জিয়াউল ইসলাম (পিপিএম-সেবা)। থানার সকল অফিসার ও ফোর্স শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বৈশাখে জনেগণের নিরাপত্তা বজায় রাখার প্রতি জোড় দেয়ার কথা বলেন এ সময় উপ-পুলিশ কমিশনার পেশাদারিত্বের সাথে সবাইকে কাজ করার আহবান জানান এবং সব সেবা প্রার্থীদের সাথে ভালো আচরণ করার উপদেশ দেন। সাব-ইন্সপেক্টরদের মামলা তদন্তের ধারাবাহিকতা বজায় রেখে লাইন অব ইনভেস্টিগেশন মেনে তদন্ত কার্যক্রম করার জন্য আদেশ প্রদান করেন। মাদকের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। সকলকে মানবিক ও বিনয়ী হওয়ার আদেশ প্রদানের পাশাপাশি সবাইকে জনকল্যাণে কাজ করার আদেশ প্রদান করেন।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ১৩ জন

0

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪ সদস্য হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা মোল্লার ছেলে রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমী বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬) ও হাবিব মোল্লা (৩)। এছাড়া রফিক মোল্লার মা হীরা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপে করে ঢাকায় যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, একই পরিবারের ৪ সদস্য মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

পাহাড়ে জলকেলির উচ্ছ্বাস

0

বান্দরবান প্রতিবেদক: উৎসবের রঙে রঙিন এখন পাহাড়। পল্লিগুলোতে সাজ সাজ রব। মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাইয়ে যে মেতেছে বান্দরবানের পাহাড়ি পল্লিগুলো। আর সেই উৎসবের প্রধান আকর্ষণ জলকেলিতে এখন মাতোয়ারা পাহাড়। শিশু-কিশোর, তরুণ-তরুণীদের কেউই বাদ নেই এই উৎসবের আনন্দ থেকে।
সাংগ্রাই উৎসবের মাধ্যমে পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সব দুঃখ-কষ্ট-গ্লানি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে নেন মারমা সম্প্রদায়ের সবাই। মারমা জনগোষ্ঠীর বিশ্বাস, এই জলকেলি উৎসবের মধ্য দিয়ে অতীতের সব দুঃখ-গ্লানি ও পাপ ধুয়ে-মুছে যাবে। পাশাপাশি তরুণ-তরুণীরা একে অন্যকে পানি ছিটিয়ে বেছে নেবে তাদের জীবনসঙ্গীকে। তবে কালক্রমে আর এই উৎসব মারমাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন পাহাড়ের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে জলকেলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া তরুণ-তরুণীরা একে অন্যের গায়ে পানি ঢেলে মৈত্রী পানিবর্ষণ প্রতিযোগিতায় মেতে ওঠেন। উৎসব উপলক্ষে নানা ধরনের খেলাধুলা, পিঠা উৎসব ও মারমাদের ঐতিহ্যবাহী নৃত্যেরও আয়োজন করা হয়।
বান্দরবানের রাজার মাঠের পাশাপাশি পুরো জেলা শহরেই চলে পানি খেলা। এই উৎসবে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পানি খেলায় মেতে ওঠেন মারমা তরুণ-তরুণীরা। পাশাপাশি শিশু-কিশোর, এমনকি বয়স্করাও একে অন্যের গায়ে পানি ঢেলে নতুন বছরকে বরণ করে নেন।
পাহাড়ি নারী-পুরুষের পাশাপাশি পর্যটকরাও জলকেলি উৎসবে যোগ দেন। পানি খেলার পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচে-গেয়ে সে উৎসব মাতিয়েছেন পাহাড়ি শিল্পীরা। এ উৎসবের অংশ হিসেবে রাতে পাড়া-মহল্লায় মারমা তরুণ-তরুণীরা রাত জেগে পিঠা তৈরি করেন।
জলকেলি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং। পৌর মেয়র মো. শামসুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে শেষ হবে পাহাড়ের সাংগ্রাই উৎসব।

১২ দিনে প্রবাসী আয় এলো ৮৭ কোটি ৭১ লাখ ডলার

0

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঈদুল ফিতরের আগে ১২ দিনে প্রবাসী আয় এলো ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৬০৪ কোটি ২৫ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস সোমবার (১৫ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এপ্রিলের ১২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৬৬৬ মার্কিন ডলার। মার্চে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৬৬৬ মার্কিন ডলার। আবার গত বছরের এপ্রিল মাসে একই সময়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৬৬ মার্কিন ডলার।
এ হিসাবে ঈদের আগের ১২দিনে বেশি প্রবাসী আয় এসেছে। মূলত ইদের আগে দেশে আত্মীয়-স্বজনদের কেনাকাটা ও ব্যয় মেটানোর জন্য প্রবাসী আয় পাঠানো হয়। আর এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলের প্রথম ১২দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এবং দেশে বাণিজ্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

উওরায় মেলা বসিয়ে চলছে চাঁদাবাজি

0

মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর উওরা সেক্টর ৬ এলাকার সিটি করপোরেশনের পাশেই চলছে মেলা।আবার এই ধরনের মেলায় ডি এম পি অনুমতিও দিয়েছেন।এলাকাবাসী বলছেন,আবাসিক এলাকায় এই ধরনের মেলা তাদের বিরক্ত বোধ করছে ।সারাক্ষণ বিভিন্ন শব্দ দূষণের কারণে বাসায় থাকা যাচ্ছে না।অন্যদিকে কিশোর বয়সের ছেলেরা মেয়েদের বিরক্ত করছে।
মেলায় আগত বসতি বিভিন্ন দোকান থেকে লক্ষ লক্ষ চাঁদা তুলছে মেলা কমিটির বাবলু। ঈদের ২ সপ্তাহ আগে থেকে চলছে এই মেলা।কিন্তু ডি এম পির অনুমোদন নেয়া হয়েছে ১০ এপ্রিল।যে খানে পুলিশ চাঁদাবাজি নির্মূল করার কথা সেখানে পুলিশের নাকের ডগায় চলছে চাঁদাবাজি।গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে।রাজনৈতিক ছত্রছায়া ও পুলিশের সহযোগিতায় চলছে এই মেলা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মেলা জমজমাট হওয়ার পর মেলা কমিটির বাবলু অতিরিক্ত টাকা চাঁদা আদায় করছে।

লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0

লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় বিপুল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বিলমাড়ীয়া – নওপাড়া সড়কের মহারাজপুর রুনুর মোড়ে মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির মুখামুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে । নিহত বিপুল বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। লালপুর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’

0

ডেইলি গাজীপুর প্রতিবেদক : এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের তিন স্থানে সফলভাবে আয়োজিত হয়েছে আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১।’ দেশের সর্ববৃহৎ এ আলপনা উৎসব গত ১২ এপ্রিল প্রথমে শুরু হয় কিশোরগঞ্জের মিঠামইনে। মিঠামইনের জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক আলপনায় রাঙিয়ে তুলছেন শিল্পীরা, যার মাধ্যমে উদ্যোগ করা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আল্পনার রেকর্ড গড়ার। এরপর, গত ১৩ এপ্রিল খুলনার শিব বাড়ি মোড় ও ঢাকার মানিক মিয়া এভিনিউতেও একযোগে শুরু হয় এ উৎসব।
পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) মিঠামইন এলাকার আল্পনা অঙ্কন কার্যক্রম পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ -এর ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এমপি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম,; এশিয়াটিক থ্রি-সিক্সটি’র চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, এমপি; গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও বরেণ্য শিল্পী মো. মনিরুজ্জামানসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
খুলনার শিব বাড়ি মোড়ে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল; খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের ইন্টারনাল অডিট ডিরেক্টর মোহাম্মাদ মাহবুব ইসলাম, প্রতিষ্ঠানটির ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর মো. মারুফ হোসেন চৌধুরী; এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাকিল এম হুমায়ুন।
এ আয়োজন নিয়ে উচ্ছাস প্রকাশ করে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী বলেন, “ দীর্ঘতম আলপনা আঁকার মাধ্যমে এই ওয়ার্ল্ড রেকর্ড প্রতিস্থাপনে বার্জার এর অংশগ্রহন আমাদের সীমানা ছাড়িয়ে এক ইতিহাস গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত নজির করে। আগামী বছরগুলোতেও আমরা এমন রঙিন এবং স্মরণীয় বৈশাখী উৎসবের প্রত্যাশা করছি।”
আবারও ‘আল্পনায় বৈশাখ’ আয়োজনের সাক্ষী হতে পেরে আনন্দ প্রকাশ করে এশিয়াটিক থ্রি-সিক্সটি’র গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের বলেন,”আল্পনায় বৈশাখ’র দেশব্যাপী এ আয়োজন বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা ও বাংলাদেশের সৃজনশীলতারই উদযাপন। ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ উৎসবে বাংলালিংক ও বার্জার পেইন্টস কে সাথে পাওয়া আমাদের আয়োজন ও উদযাপনকে সম্পূর্ণ করেছে। এশিয়াটিকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ সৃজনশীল চেতনাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরায় বিশ্বাস করি।”
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান তার উচ্ছাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন উৎসব উদযাপনে বাংলালিংক গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ উদযাপনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পহেলা বৈশাখ—দেশের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক আয়োজন। এ উৎসব আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারে বাংলালিংকের নিবেদনেরই প্রতিফলন।”
পহেলা বৈশাখ বাঙালির উৎসব ও সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আধুনিক বাংলাদেশে আল্পনা একটি অসাম্প্রদায়িক চরিত্র হিসেবে বহিঃপ্রকাশ করছে। তাই, নতুন বছরকে বরণ করার জন্য এই আল্পনা অঙ্কন একটি অনন্য ধাপ; যা যুব সমাজকে অস্প্রাদায়িকতা ভুলে একত্রিত হতে শেখাবে; একসাথে সব বিবেধ ভুলে, আগামীর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আয়োজনে ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড মানিক মিয়া এভিনিউসহ দেশের নানা প্রান্তে ‘আল্পনায় বৈশাখ’ শীর্ষক আল্পনা অঙ্কনের আয়োজন করে আসছে। কোভিড-১৯ মহামারির কারণে গত কয়েক বছর তা আয়োজিত হয়নি। অবশেষে, এ বছর অষ্টমবারের মতো ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’ সফলভাবে আয়োজিত হয়েছে।


Warning: implode(): Invalid arguments passed in /home/dailygazipuron/public_html/wp-content/plugins/facebook-pagelike-widget/fb_class.php on line 42

আবহাওয়া

Dhaka
haze
31 ° C
31 °
31 °
79 %
4.6kmh
40 %
বৃহঃ
30 °
শুক্র
44 °
শনি
45 °
রবি
42 °
সোম
44 °