ডেইলি গাজীপুর প্রতিবেদক : অবশেষে গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ। র্যাবের বিশেষ অভিযানে বুধবার ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তিনি গ্রেপ্তার হন তিনি। সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, ওই এলাকা দিয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
রিজেন্ট কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন রিজেন্টের সাহেদ। সেখা্নে থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন। কিন্তু কোথাও থেকে ইতিবাচক সাড়া না পাওয়া এবং সরকারের কঠোর অবস্থান বুঝতে পেরে গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। এ খবরে সব সীমান্তকে সতর্ক করে দেওয়া হয়। এ ছাড়া তাকে একবার গ্রেপ্তারের কাছকাছি চলে গিয়েছিল র্যাব। কিন্তু শেষ মুহূর্তে স্থান বদল করায় র্যাবের হাস ফস্কে বেরিয়ে যান তিনি।
গত ৭ জুলাই মধ্যরাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদী হয়ে ওই মামলাটি করে, মামলা নং ৫। মামলায় করোনাভাইরাসের পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
শুরুতে উত্তরা পশ্চিম থানা ওই মামলার তদন্ত করলেও গতকাল আদালত এর তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। গ্রেফতার করা হয় আটজনকে।
সাহেদ নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য বলে পরিচয় দিতেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, সাহেদ একসময় বিএনপি করতেন। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার তোলা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে নানামুখী আলোচনা সমালোচনা।
এদিকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার নামে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের পাসপোর্ট জব্দ করেছে তদন্তকারী দল। হদিস মিলেছে তার বিরুদ্ধে আরও ২৩ মামলার। মোট ৫৬টি মামলার আসামি প্রতারক সাহেদ। এর মধ্যে প্রতারণার দায়ে ২ বছর জেলও খেটেছেন তিনি।