Daily Gazipur Online

অসাধু চিকিৎসক ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে চট্টগ্রামবাসীকে শ্বাস নিতে দিন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে পরিত্রাণ কামনা, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের ঈসালে সাওয়াব, আক্রান্ত রোগীদের আশু সুস্থতা কামনা, করোনা মোকাবিলায় ফ্রন্ট লাইনের চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও কাফন-দাফন কার্যে নিয়োজিতদের কল্যাণ কামনা করে ১১ জুন বৃহস্পতিবার বিকালে পবিত্র কুরআন খতম আদায়, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর। সংগঠনের নেতৃবৃন্দ কুরআন তেলাওয়াতের মাধ্যমে খতম আদায় শেষে ভার্চুয়ালি মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের পূর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ¦ মুহাম্মদ নঈমুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুন নবী আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা। মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া। দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, চট্টগ্রাম করোনার রেডজোনে পরিণত হলেও চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় কোন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। করোনা টেস্টের পরিমাণ না বাড়ানোয় করোনার বাহকরা নিজের অজান্তেই করোনার বিস্তার করছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলো কোভিড ও নন কোভিড রোগীদের স্বাস্থ্যসেবা না দেওয়ায় অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। চট্টগ্রামের স্বাস্থ্যখাতের বেহাল দশা দেখেও সরকারের নীরবতায় উদ্বেগ প্রকাশ করে তিনি তড়িৎ কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আহবান জানান। অসাধু চিকিৎসক, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, অক্সিজেন, ঔষধের ব্যবস্থা করে চট্টগ্রামবাসীকে শ্বাস নিতে দেওয়ার দাবিও জানান তিনি।