আইসিটি আইনের মামলায় আইনজীবী ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

0
255
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ফেসবুকে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার এক মামলায় কবি ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। বনানী থানার ওসি বিএম ফরমান আলী গতকাল বুধবার বলেন, ২০১৭ সালে খাগড়াছড়ি সদর থানায় ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা হয়। এতদিন ওই মামলায় তিনি জামিনে ছিলেন। তার নামে খাগড়াছড়ি থেকে একটা ওয়ারেন্ট এসেছে। সকালে ওই ওয়ারেন্টে তাকে বনানীর বাসা থেকে আমরা গ্রেফতার করেছি। পরে ইমতিয়াজ মাহমুদকে কারাগারে পাঠান আদালত। মহানগর হাকিম সত্য ব্রত্য শিকদার জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বানানী থানা জিআরও উপ-পুলিশ পরিদর্শক শেখ রকিবুর রহমান এ খবর নিশ্চত করেন। বাম সংগঠন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ইমতিয়াজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি লেখালেখিও করেন। শফিকুল ইসলাম নামে খাগড়াছড়ির এক ব্যক্তি ২০১৭ সালে ইমতিয়াজের বিরুদ্ধে ৫৭ ধারার এ মামলা করেন। তার অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে ‘উসকানিমূলক’ মন্তব্য করেছেন। সে সময় এ মামলায় গ্রেফতার হলেও পরে সুপ্রিম কোর্ট থেকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পান ইমতিয়াজ। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গত মঙ্গলবার বরিশাল থেকে গ্রেফতার হন কবি হেনরী স্বপন। ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় গির্জায় বোমা হামলা নিয়ে ফেসবুকে এক মন্তব্যে তিনি ‘ধর্মীয় অনুভ‚তিতে আঘাত’ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। তাদের মুক্তির দাবিতে বিকেলে শাহবাগে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কয়েকটি সংগঠন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here