আজকের রাশিফল

0
358
728×90 Banner

আজ (মঙ্গলবার) ১২ ফেব্রুয়ারি ২০১৯

বৃষ: (২১ এপ্রিল ২১ মে)
আজকের সহকর্মীদের মনোভাব আশাহত করবে। নতুন সম্ভাবনার সুযোগ দেখা দিতে পারে। তবে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হতে পারে। প্রেম নেই। জাতিকারা ভ্রমণের সুযোগ পাবেন। পারিবারিক সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
মিথুন: (২২মে ২১ জুন)
অনর্থক ভুল বোঝাবুঝির কারণে অর্থনাশের যোগ। চোখ নিয়ে সমস্যা থাকবে। সন্তান চিন্তা বাড়বে। প্রেম নেই। জাতিকারা কোনোভাবে প্রতারিত হতে পারেন। আঘাতের যোগ আছে।
কর্কট: (২২ জুন ২২ জুলাই)
অধস্তন কর্মীর ভূমিকায় চিন্তামুক্ত হতে পারেন। কোনো সাফল্য আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের সমাধান হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছুতে পারবেন। ভ্রমণযোগ দেখা যাচ্ছে।
সিংহ: (২৩ জুলাই ২৩ আগস্ট)
আপনি উদ্যোগী হলেও আজকের দিনে নতুন কোনোন উদ্যোগ না নেওয়াই ভালো। পারিবারিক সমস্যার সৃষ্টি হবে। তবে দিনের শেষে সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের কর্ম সম্পাদনে কিছুটা বেগ পেতে হতে পারে। পরিবারের পক্ষে সমস্যা থাকবে।
কন্যা: (২৪ আগস্ট ২৩ সেপ্টেম্বর)
আজকের দিনে আপনি ব্যক্তিত্ব দিয়ে কঠিন পরিস্থিতিকে সামল দিতে পারবেন। নতুন উদ্যমে কাজ করার প্রবণতা আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে অর্থযোগ দুর্বল হলেও শুভ সংবাদ পাবেন। জাতিকাদের নৈরাশ্যের অবসান ঘটবে।
তুলা: (২৪ সেপ্টেম্বর ২৩ অক্টোবর)
সুযোগ কাজে লাগাতে তোষামোদ করতে হতে পারে। কর্মক্ষেত্রে সফল হবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ হতে পারে। জাতিকারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে পারিবারের সমস্যার সমাধান করতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর ২২ নভেম্বর)
লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। ভুল তথ্য আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সন্তানকে নিয়ে সমস্যার সমাধান হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা পারিবারিক অশান্তির মুখে পড়তে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে।
ধনু: (২৩ নভেম্বর ২১ ডিসেম্বর)
প্রতিভার জন্য সম্মান লাভের যোগ। কোনো বিশেষ খবরে পরিবারে খুশির ছোঁয়া লাগতে পারে। কঠিন কাজ সামলাতে হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সততার জন্য প্রশংসিত হবেন। কোমর ও হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন।
মকর:(২২ ডিসেম্বর ২০ জানুয়ারি)
আজকের দিনে আপনার ক্ষতির সমস্ত চেষ্টা ব্যর্থ হবে। অপ্রত্যাশিত সুযোগের ফলে বাড়তে পারে উপার্জন। শরীর নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকারা পারিবারিক বিষয়ে অভিযোগের শিকার হতে পারেন।
কুম্ভ: (২১ জানুয়ারি ১৮ ফেব্রুয়ারি)
অন্যায় দেখে প্রতিবাদ করলেও ফল হবে না। আপনার সিদ্ধান্ত নিয়ে পরিবারে মতান্তর দেখা দিতে পারে। ছাত্রদের জন্য শুভ। প্রেমযোগ আছে। জাতিকাদের ক্ষেত্রে উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে সন্তানের জন্য চিন্তা বজায় থাকবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি ২০ মার্চ)
বিশেষ কিছু প্রাপ্তির আশা দেখা দিতে পারে। কর্মে সংঘাত যোগ পরিলক্ষিত হচ্ছে। আপনার পরিকল্পনা সার্থক রূপ পেলেও। সেটিকে নিয়ে চুপ থাকাই শ্রেয়। প্রেমযোগ আছে। তবে প্রেম নিয়ে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। জাতিকারা সমঝোতার মাধ্যমে এগিয়ে যাবেন। সাংসারিক সমস্যা সমাধান হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here