
ডেইলি গাজীপুর প্রতিবেদক:বাংলাদেশ পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস উনার চাঁদ তালাশ করেছে ২৯ শে যিলহজ্জ শরীফ ১৪৪১ হিজরি, ২২ ছালিছ ১৩৮৮ শামসী (২০ শে আগস্ট ২০২০) বৃহস্পতিবার সন্ধ্যায় । আজ দিগন্তরেখার ১৫ ডিগ্রী উপরে ছিল চাঁদের অবস্থান এবং চাঁদের বয়স ছিল ৩৫ ঘণ্টা। আজ ঢাকায় সূর্যাস্ত ছিল ৬ টা ২৮ মিনিটে এবং চন্দ্রাস্ত ছিল ৭ টা ৪১ মিনিটে অর্থাৎ ১ ঘন্টা ১৩ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত গেছে। চাঁদ ছিল ২৭৩ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান ছিল ২৮৩ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৯ ডিগ্রী কোণ করে সূর্য থেকে সরে থাকায় চাঁদের ২.৭৫% আলোকিত ছিল এবং আকাশ পরিষ্কার থাকায় চাঁদ দৃশ্যমান হয়েছে।
