আত্রাই উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভা

0
73
728×90 Banner

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নকে এরগিয়ে নেওয়ার লক্ষে ঐক্য বদ্ধভাবে কাজ করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত এগারো সেপ্টম্বর রোববার আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ ফৌজদারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-ছয় (আত্রাই -রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা তদন্ত ওসি লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল,হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, আহসানগঞ্জ ইউপি সদস্য সামছুর রহমান, বিশা ইউপি সদস্য কামরুজ্জামান শিপন, পাঁচুর ইউপি সদস্য শেখ আবদুল হাকিম, ভোঁপাড়া ইউপি সদস্য মোঃ আতোয়ার রহমান, ভোঁপাড়া ইউপি মহিলা সদস্য শেফালী বেগম,পাঁচুপুর ইউপি মহিলা সদস্যা পেয়ারা বেগম প্রমূখ।অনুষ্ঠান টি সঞ্চলনা করেন আহসান গঞ্জ ইউপি সদস্য মোঃ নাজিম উদ্দিন।অনুষ্ঠান শেষে আত্রাই উপজেলায় মেম্বার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্ম-প্রকাশ করা হয়। ওই সংগঠনের উপস্থিত সকল সদস্যদের মতামতে মাননীয় সংসদ সদস্য সভাপতি মোঃ আবুল কালাম ফৌজদার, সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান লিচু,সাংপঠনিক পদে মোঃ নাজিমুদ্দিন ও প্রচার সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান শিপন সহ একাশি সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষনা দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here