Daily Gazipur Online

আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আজ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আজ ( ১৩ সেপ্টেম্বর শুক্রবার)। এ উপলক্ষে শুক্রবার বিকেলে টঙ্গী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে এক নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আলহাজ্ব সাইদুর রহমান ৮২ বছর বয়সে গত বছর ১৩ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারনে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।