

জাহাঙ্গীর আকন্দ:গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহদাত বার্ষিকী উপলক্ষে এক স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে টঙ্গী সরকারি কলেজের মাঠে এ সভার আয়োজন করে গাজীপুর মহানগর ছাত্রলীগ।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, জাতিসংঘ বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে স্বীকৃতি পাচ্ছে, সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে তখন বিএনপি জামায়াত চক্র বাংলাদেশকে শ্রীলংকা বানানোর স্বপ্ন দেখছে। আসলে তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কিন্তু তাদের এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। বাংলাদেশের জনগণ তাদের এ স্বপ্ন কোনোদিন মেনে নেবে না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। দিন বদলের বাংলাদেশ৷ উন্নত বিশ্বের দেশসমূহ যখন করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে তখন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে করোনা মোকাবেলা করছে। ইতিমধ্যে তেরো কোটির ওপর মানুষকে করোনার টিকা প্রদান করেছে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল—নাহিয়ান খান জয়, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুর নাহার ভুঁইয়া,গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, ছাত্রলীগ নেতা আসাদ শিকদার, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয়, রুমন দেওয়ান, শাহজাদা সেলিম লিটন, দ্বীন মোহাম্মদ নীরব প্রমুখ।
