ইজতেমার সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ কারাগারে

0
37
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: ইজতেমা মাঠে নিহতের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরকে গতকাল শুক্রবার কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়েছে। আগামী রবিবার তা নিয়ে শুনানি হবে। শুক্রবার ভোররাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পুলিশ।
পুলিশ জানায়, তিন মুসল্লি নিহতের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় গত বৃহস্পতিবার বিকেলে ২৯ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে হত্যা মামলা হয়।এই মামলার ৫ নং আসামি মুয়াজ বিন নূরকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে জিএমপি। পরে আইনি আনুষ্ঠানিকতা শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠায়।
জানা যায়, শুক্রবার টঙ্গী ইজতেমা মাঠের টিনশেড মসজিদে জুমার নামাজে ইমামতি করেছেন জুবায়েরপন্থী মাওলানা আব্দুল্লাহ আল মামুন।নামাজের পর ইজতেমা মাঠ ও টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কসহ বিভিন্ন সড়কে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মুসল্লিরা। তা ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইজতেমা মাঠ ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে।
এদিকে হত্যা মামলা ও নূরের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সাদপন্থীরা। তাদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার করা হচ্ছে।দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদরাসায় সাদন্থীদের ওপর আক্রমণ ও মারধর করা হচ্ছে। এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে ইজতেমা করার দাবি জানান তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, আসামি মুয়াজ বিন নূরের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামী রবিবার তা নিয়ে শুনানি হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here