ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

0
33
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের কারণে ইজতেমা ময়দান ও সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিয়েছেন।
এদিকে নিহত তিনজনের পরিচয় মিলেছে। সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু মিয়া (৭০)। ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (৬০) ও আরেকজন হলেন বগুড়া জেলার তাজুল ইসলাম (৭০)।
আজ বুধবার সকাল ৮ টায় টঙ্গী ইজতেমা ময়দানে জিএমপির কমিশনার ড. নাজমুল করীম খান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ময়দানে প্রবেশ করেন। তারা ময়দানে ঢুকে টিনসেড মসজিদে আটকা পড়া বেশ কয়েকজন জুবায়ের পন্থীদের উদ্ধার করে।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম গণমাধ্যমকে নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেছেন, ‘এ পর্যন্ত একজন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে। আহতরা হাসপাতালে আসছে।’
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় নেওয়ার পথে বেলাল নামের একজন মারা গেছেন। তার বাড়ি ঢাকার বেড়াইদ।’
সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বগুড়ার নিহত তাজুল ইসলাম ও বেলাল হোসেন তাদের সাথী ও জুবায়ের পন্থীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আমিনুল ইসলাম বাচ্চু তাদের সাথী বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এই মূহুর্তে ইজতেমা ময়দানের ভেতরে সাদপন্থীরা অবস্থান করছেন। ময়দান ঘিরে ও সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রাণহানির পর সাদপন্থীদের নিয়ে বৈঠকে উপদেষ্টারা
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা।
বুধবার সকাল সোয়া ১১টার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত রয়েছেন।
এদিকে সাদ অনুসারীদের চারজন মাওলানা বৈঠকে যোগ দিয়েছেন। এছাড়া এ বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আগে বিশ্ব ইজতেমা এক পর্বে হলেও, ২০১৯ সালে তাবলিগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের কারণে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here