Daily Gazipur Online

ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমী (র.) এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর (সংবাদ বিজ্ঞপ্তি) : উপমহাদেশের প্রখ্যাত আলেম, ওস্তাজুল ওলমা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (র.) এর রফয়ে দারাজাত কামনায় ০৪ জুন বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাউজান ডাবুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জগন্নাথহাট বাজার জামে মসজিদে পবিত্র খতমে কোরআন, খতমে মোজমোয়ায়ে ছালাওয়াতে রাসুল (দঃ), মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতম শেষে হুজুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ তৈয়বুর রহমান। মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের মাওলানা ছালামত রেজা কাদেরী। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বশর ভান্ডারী। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাউজান পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদের খতিব সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীন মাইজভান্ডারী, হাফেজ মুহাম্মদ নুরুল আবসার, মাওলানা মুহাম্মদ বুরহান উদ্দীন, হাফেজ মুহাম্মদ ইমরান হোসাইন রুবেল, পেয়ার মুহাম্মদ , মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ ইরফান রেযা, মাওলানা মুহাম্মদ নোমান, হাফেজ মুহাম্মদ ওয়াহিদ, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মুহাম্মদ ইউনুস, হাফেজ মুহাম্মদ হাসান, হাফেজ মুহাম্মদ শাকের, মাওলানা মুহাম্মদ আবছার, হাফেজ মুহাম্মদ আবুল বশর, হাফেজ মুহাম্মদ রিয়াদ, শায়ের মুহাম্মদ ওসমান, হাফেজ মুহাম্মদ আব্দুর রশিদ, হাফেজ মুহাম্মদ জয়নাল, মাওলানা মুহাম্মদ জিলহাজ্ব, মুহাম্মদ আরজু, মুহাম্মদ জামাল প্রমুখ।