
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় রাইদা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মো: অলিউল্লাহ (৭০) নামে এক পথচারীর উপর উঠিয়ে দিয়েছে গাড়ি চালক । এতে করে অলিউল্লাহ ডান পা ভেঙ্গে যায় এবং রক্তাক্ত হয়ে মারাতœক ভাবে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ওই রাইদা বাসের সুপারভাইজার শেখ সাদি ও বাসটিকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ১২নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়ক খালপাড় রূপায়ন সিটি ও বালুর ট্রাক স্ট্যান্ডের সামনে এদুর্ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন আজ রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ,প্রত্যক্ষদর্শী ও ট্রাক শ্রমিকরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ১২নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়ক খালপাড়-রূপায়ন সিটি ও বালুর ট্রাক স্ট্যান্ডের সামনে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ব মো: অলিউল্লাহ। এসময় রাইদা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯৬২১ নম্বরের একটি খালি বাস রাস্তার উল্টো দিক থেকে দ্রæতগতিতে এসে অলিউল্লাহকে চাপা দেয়। এতে করে অলিউল্লাহ ডান পা ভেঙ্গে যায় এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়। পরে পথচারীরা তাকে উদ্বার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিতিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে অলিউল্লাহ পঙ্গু হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি আছেন। অলিউল্লাহ গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার কালমা গ্রামে। বর্তমানে সে তুরাগের চল্ডাল ভোগ গ্রামের পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমের বাড়ির ভাড়াটিয়া বলে জানা ে অলিউল্লাহ মেয়ে মোসাম্মদ মরিয়ম জানান, আমার পিতা উত্তরায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বাইদা গাড়ি তাকে এসে চাপা দিয়ে সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এদিকে আহত অলিউল্লাহ মেয়ের জামাতা ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে এই প্রতিবেদককে বলেন, আমার শশুড়ের ডান পা ভেঙ্গে গেছে এবং শরীরের মাংস উঠে গেছে। তার পা এক্যরে (পরীক্ষা) করা হয়েছে। তার অবস্থা গুরুতর । তার প্রচুর রক্ষক্ষরণ হচেছ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গছে।
উত্তরা-তুরাগ ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী মো: আবুল হাশেম এই প্রতিবেদককে রাতে জানান, রাইদা বাসের নিচে চাপা পড়ে ৭০ বছরের এক বৃদ্ব (পথচারী) মারাতœক ভাবে আহত হয়েছে। তার পা ভেঙ্গে গেছে এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।
তিনি আরও জানান, আমার ট্রাক শ্রমিক ও মালিক সহ পথচারীরা ওই রাইদা বাসটিকে আটক করলেও কৌশলে গাড়ি চালক ও হেলপার আহত রোগী অলিউল্লাহকে হাসপাতালের নেওয়ার কথা বলে কৌশলে পালিয়ে গেছে। তুরাগ থানার পুলিশের এসআই সজল রাইদা বাসটিকে আটক করে থানায় নিয়ে গেছে।
(ডিএমপি) তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সজল আজ রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইদা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯৬২১ নম্বর বাসের ধাক্কায় অলিউল্লাহ গুরুতর আহত হয়েছে। তার পা ভেঙ্গে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করা হচেছ।
পুলিশের এই কর্মকর্তা ঘটনাস্থলে আরও বলেন, দুর্ঘটনার পর গাড়ি চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। জিঞ্জাসাবাদের জন্য বাইদা বাসের সুপারভাইজার শেখ সাদিকে আটক করা হয়েছে এবং বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
