কবি শিহাব রিফাত আলম

0
200
728×90 Banner

– সৌমেন্দু লাহিড়ী
তারিখ – ১৬/১০/২০২৩ (ইং)
(পশ্চিমবঙ্গ, ভারত)
এই দুনিয়ায় কত
রয়েছেন গুণীজন,
শিহাব রিফাত আলম
তার মাঝে একজন।
প্রখ্যাত কবি তিনি,
রুধিরে কবিতা তাঁর,
পেয়েছেন প্রচুর
সম্মান ও উপহার।
নম্র মানুষ তিনি
সৌম্য দর্শন,
নিজগুণে মানুষেরে
করেন আকর্ষণ।
সাহিত্য জগতে তাঁর
অশেষ অবদান,
বেছে বেছে তিনি দেন
কবিদের সম্মান।
প্রচারের আলোতে
কত কবি এলো,
তাঁর উদ্যোগে তাঁরা
মর্যাদা পেল।
এহেন কবিরে জানাই
আমাদের প্রনাম,
চিরকাল রয়ে যাবে
এ’ধরায় তাঁর নাম।।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here