Daily Gazipur Online

করোনায় মারা গেলেন পপুলার মেডিক্যালের অধ্যক্ষ ডা. টি আই এম

মোঃরফিকুল ইসলাম মিঠু :করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজের কর্মস্থল পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনস-এর জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন।
এফডিএসআরের তথ্যমতে, ডা. আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুর মধ্য দিয়ে করোনা সংক্রমণে দেশে এ পর্যন্ত ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।