
এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর কল্যাণপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্স এর ভেতর থেকে দেড় মণ গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৩৩)। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা। কুমিল্লা জেলার বুড়িচং থানার ফকির বাজার গ্রামের আয়েত আলী ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ওভার ব্রিজের পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে থেকে অ্যাম্বুলেন্স ভর্তি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার এলিট ফোর্স র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ওভার ব্রিজের পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে রোগী পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স থেকে ৬৪ কেজি নিষিদ্ধ গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
র্যাবের এই কর্মকর্তা জানান, ইতো পূর্বে তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মারামারি চারটি মামলা রয়েছে। আটক জাহাঙ্গীর মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সে দেশের সীমান্তাবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর মিরপুর,কল্যানপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
