
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে মাসিক ঋন কমিটির সভা ১৫ মে দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ঋন বিতরণ, ঋন আদায় ও সার্টিফিকেট মামলা নিয়ে আলোচনা হয়।
কৃষি ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপাক মো: বোরহানউল্লাহ জানান, অত্র শাখায় ৫ হাজার গ্রাহকের মাঝে ৩৭ কোটি ৪০ লক্ষ টাকা কৃষি ঋন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপাক মো: বোরহানউল্লাহ, সোনালী ব্যাংকের ব্যবস্থাবক, সালেকি আহমদ রিজকি, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জুয়েল ইসলাম, মৎস অফিসার হারুন অর রশিদ, বিআরডিবি কর্মকর্তা গোলাম রসুল, কৃষি ব্যাংক কর্মকর্তা আনোয়ার সাদাত, জামান শেখ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক কামরুল ইসলাম প্রমূখ।
