ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ার পাবুর সড়কের ডেফুলিয়া নামক স্থানে মসজিদ সংলগ্ন মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম মোল্ল্যা (৪০) রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ এপ্রিল, বৃহস্পবিার ভোরে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। সে পাশর্^বর্তী কালীগঞ্জ উপজেলার কুলথুন গ্রামের মোতালিব মোল্ল্যার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের সমাজসেবক ও মৎস্য খামারী রফিকুল ইসলাম মোল্ল্যা বুধবার রাতে বাড়ি থেকে ব্যক্তিগত প্রয়োজনে কাপাসিয়া আসছিল। ধারনা করা হচ্ছে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আম গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। হ্যালমেট না থাকায় রফিকুল মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। তার পকেটে থাকা মোবাইল ফোনে কল দিলে তার পরিবারের লোকজন এসে তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।