গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নবীপুর গ্রামের ইটালি প্রবাসী গোলাম মোস্তফার ছেলে রফিকুল ইসলাম বিরুদ্ধে প্রতিবেশী সদ্য এসএসসি পাস চাচাতো বোন (১৭)কে শ্লীলতাহানি ও বাড়ির ৬ জনকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করার অভিযোগ রয়েছে। কাপাসিয়া থানার এস আই আমিনুল বাহার শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও অভিযোগ থেকে জানাযায় গত ১৫ আগষ্ট দুপুরে ওই যুবক একই গ্রামের চাচাতো বোন (১৭)কে একা পেয়ে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি চেষ্টায় চালায়। অবস্থা বেগতিক দেখে সে চিৎকার দিলে প্রতিবেশী সেতু ও সাথী নামে দুই শিক্ষার্থী সহায়তায় রক্ষা পায়।
১৬ আগষ্ট শিক্ষার্থী বাদী হয়ে কাপাসিয়া থানায় অভিযোগ দিলে প্রবাসী যুবক রফিকুল ও তার পিতা গোলাম মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর মা শিরিনা বেগম, বাবা আবুল হোসেন, ভাই আল আমীন, আমেনা আখি, সেতু ও সাথীকে বেধড়ক পিটুনি দেয় এবং শিরিনার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। প্রতিবন্ধী শিরিনাসহ একাধিক লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব রহমান সিকদার বলেন আমি অভিযোগ পেয়েছি, ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিচারের আওতায় আনবো।
হামলায় প্রতিবন্ধী শিরিনা হাত ও দাত ভেঙ্গে গেছে এবং অন্যান্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সেতু ও সাথী জানান,রফিকুল ইসলাম ওরফে সানি মোহাম্মদ ও তার পরিবারে বিরুদ্ধে নারী নির্যাতন, টাকা আত্মাসাধ, দাঙ্গা,হাঙ্গামারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে রফিকুল ইসলাম সানির বক্তব্য জানতে চাইল সে মোবাইল রিসিভ করেনি।