কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা

0
255
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে কর্মকর্তা ইনচার্জ (ওসি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৭ মে সোমবার বিকালে থানার নতুন ভবন মিলনায়তনে মতবিনিময় সভায় মাদক নির্মূল, সন্ত্রাস, জঙ্গিবাদ, সামাজিক অপরাধ, যানজট নিরসন, নদী পথে আইনশৃঙ্খলা জোরদার, টোক তদন্ত কেন্দ্রের কার্যক্রম ও সাংবাদিকদের তথ্য প্রদান সহজীকরণ সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
কাপাসিয়া থানার নবাগত কর্মকর্তা ইনর্চাজ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং, ওসি (অপারেশন) মোঃ মনিরুজ্জামান খানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওসি তদন্ত রাজিব কুমার দাস, প্রবীণ সাংবাদিক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, দৈনিক যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, দৈনিক আমার সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকালের কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের কাপাসিয়া প্রতিনিধি অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটল, দৈনিক আমাদের অর্থনীতি কাপাসিয়া প্রতিনিধি বেলায়েত হোসেন শামীম, দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা এম আসাদুজ্জামান আসাদ, দৈনিক ভোরের ডাকের নুরুল ইসলাম ফরিদ, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, ভোরের পাতার আসাদুল্লাহ মাসুম প্রমূখ।
এছাড়া দৈনিক ভোরের কাগজের কাপাসিয়া প্রতিনিধি নূরুল আমীন সিকদার, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার শেখ শফিউদ্দিন জিন্নাহ, দৈনিক যায়যায়দিনের কাপাসিয়া প্রতিনিধি শাকিল হাসান, স্বাধীন বাংলার গোলাম সারোয়ার, আমাদের সময়ের জাকির হোসেন কামাল, মাই টিভির মজিবুর রহমান, বিজয় টিভির মাসুদ পারভেজ চৌধূরী, সমকালের আবদুল কাইয়ুম, বাংলাদেশের খবরের মন্জুরুল হক, সংবাদ প্রতিদিনের সফিকুল আলম সবুজ, সংবাদের সমীর বনিক, ভোরের দর্পণের তপন বিশ্বাস, জনতার হাজী সাইফুল ইসলাম, সাপ্তাহিক শীতলক্ষ্যার সাইফুল ইসলাম নান্না, মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আকরাম হোসাইন হিরন, খোলা কাগজের শরিফ সিকদার, আজকালের খবরের সাইদুল ইসলাম রনি, মুক্ত সংবাদের আনিসুর ইসলাম, আওয়ার টাইমস’র মোঃ সাইফুলাহ লবীব, আমাদের কণ্ঠের মাহাবুব রহমান, স্বাধীণ সংবাদের জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম স্থানীয় উপস্থিত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। যে কোন বিষয়ে সরাসরি তাঁর সাথে যোগাযোগের জন্য আহবান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here