Daily Gazipur Online

কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার বন্দির সাথে ওই মামলার ভিকটিম নারীর বিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে হাইকোর্টের আদেশে উভয়পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে এক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-১ এ ডেপুটি জেলার তানিয়া ফারজানা।
বিয়েতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়ার (২৩) সাথে রাজধানীর মিরপুর থানার ওই মামলার ভিকটিমের সাথে এই বিয়ে হয়েছে। ভিকটিমের বাড়ি কিশোরগঞ্জের একই এলাকায়।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশে এ বিয়ে সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে কারা অফিস কক্ষে উভয়ের পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়। মিরপুর থানায় ওই মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে এ কারাগারে স্থানান্তরিত করা হয়। বিয়ের পর কনে বরের স্বজনদের সাথে শ্বশুরবাড়ি চলে যান।

Print Friendly, PDF & Email