কোনো অবৈধ দখল সিটি কর্পোরেশন সহ্য করবে না —–মেয়র আতিকুল ইসলাম

0
219
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী ২২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করা হবে।
মেয়র বলেন, কোনো অবৈধ দখল সিটি কর্পোরেশন সহ্য করবে না। আপনারা এখন থেকে নিজ উদ্যোগে ফুটপাত দখল সরিয়ে নিন। আমরা অভিযানে নামলে কিন্তু কাউকেই ছাড় দেবো না।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের ডিএনসিসির নগরভবনে সংস্থাটির সব কাউন্সিলর ও ডিএমপির কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বেদখল স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
আলোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার শফিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান (ফারুক), ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
(ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। আমরা সুন্দর সুন্দর রাস্তা ও ফুটপাত নির্মাণ করেছি। কিন্তু কেউ কেউ সড়ক ও ফুটপাত দখলে নিয়ে ব্যবসা করছে।
মেয়র বলেন, বেদখলের জন্য পুলিশ বলছে কাউন্সিলররা দায়ী, আর কাউন্সিলররা বলছেন এর জন্য পুলিশ দায়ী। কিন্তু আজকে আমি ডিএমপি কমিশনারের সামনে বলছি, আমরা দুজন যদি ঠিক থাকি তাহলে এসব অবৈধ দখল উচ্ছেদ করতে পারব।
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা কোনো বেদখল থাকতে পারবে না উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ফুটপাত উচ্ছেদ করতে হবেই। তিনি নির্দেশ দিয়েছেন ফুটপাত নিয়ে কোনো বাণিজ্য চলবে না। কাজেই সকলকে অনুরোধ করব যদি দেশকে ভালোবাসেন তাহলে উচ্ছেদ অভিযানে সহায়তা করুন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই দলেরই হউক। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমাদের দলের সহ বিভিন্ন দলের নেতারাও এসব বাণিজ্য জড়িত। সুতরাং সময় এসেছে এসব বন্ধের। কেউ পার পাবে না।
ফুটপাত দখল করে যারা এখনও বাণিজ্য করছেন তাদেরকে হুশিয়ারী দিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা এখনই নিজ উদ্যোগে ফুটপাত দখল সরিয়ে নিন। আমরা অভিযানে নামলে কিন্তু কাউকেই ছাড় দেবো না।
আতিকুল ইসলাম বলেন, আমরা এক একটি এলাকা ধরে অভিযান পরিচালনা করবো। ওই এলাকার ফুটপাত যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সেক্ষেত্রে এক এলাকায় যদি আমাদের ৫ থেকে ১০ দিন সময় লাগে, তাও আমরা করব।
তিনি নগরবাসির উদ্দেশ্যে বলেন, এছাড়া বিভিন্ন ডেভেলপার কোম্পানি তাদের নির্মাণ সামগ্রী ফুটপাতে রেখে নির্মাণকাজ পরিচালনা করেন। এতে আমাদের ড্রেনের ক্ষতি হয়, যে কারণে পানি নিষ্কাশন হয় না। আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কোনো অবৈধ দখল সিটি কর্পোরেশন সহ্য করবে না।
ডিএনসিসির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল অপসারণ, উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের কৌশল নির্ধারণ, উচ্ছেদ-পরবর্তী স্থানসমূহ অবৈধ দখলমুক্ত রাখা কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here