নাসির উদ্দীন বুলবুল : রাজধানী ঢাকার বনানী থানাধীন কড়াইল বস্তিতে সম্প্রতি সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও শীতার্ত মানুষের মাঝে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ১০০০ কম্বল এবং তৈজসপত্র বিতরণ করা হয়েছে।আজ রোববার (৫ জানুয়ারি) বিকেলে ডিএনসিসির মহাখালী কমিউনিটি সেন্টারে মানবতার সেবামূলক কর্মসূচির পরিচালনা করে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক মো: আনোয়ারুল ফারুকের সভাপতিত্বে উক্ত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মিরপুর জোনের ডিসি রেজাউল করিম, প্রশিকার উপপ্রধান নির্বাহী কামরুল হাসান কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রান ও পূনর্বাসন কর্মসূচির প্রধান মোঃ নুরুল ইসলাম রেনু,আফজাল হেসেন গাজী,সংকর বৈদ্য সহ প্রশিকার উর্ধতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রশিকার চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম এক বক্তব্য বলেন,প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সবসময় মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করে চলেছে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি আশা করে যে, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রশিকার কম্বল ও তৈজসপত্র বিতরণ
