
এস,এম,মনির হোসেন জীবন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র্যাব-৪) এর একটি দল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মাথাভাংগা এলাকায় গোপনে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী মো: মোস্তফা মিয়া (৩৩)কে গ্রেফতার করেছে।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মাথাভাংগা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোনসহ অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোস্তফা মিয়া(৩৩), জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাফা মিয়া অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) আরও জানান, ধৃত আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
