গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫.৬৫ শতাংশ

0
130
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গত অর্থবছরে (২০১৯-২০) দেশের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ, যা তার আগের অর্থবছরে ছিল ৫ দশমিক ৪৮ ভাগ। এ হিসাবে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মাসিক হিসাবে গত মে মাসের তুলনায় জুনেও কিছুটা বেড়েছে মূল্যস্ফীতি।
জুনে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ০২ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ। জাতীয় ও শহর, গ্রাম সব পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। বন্যার প্রভাবে এটি বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. তাজুল ইসলাম ভার্চুয়াল ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, মে মাসের তুলনায় জুনে শূন্য দশমিক ৬৭ শতাংশ মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণ হচ্ছে হঠাৎ বন্যা। এ কারণে ফসল বিশেষ করে সবজির ক্ষতি হয়েছে। তাছাড়া এমনিতেই আষাঢ়-শ্রাবণ মাসে অতিবৃষ্টির কারণে এ সময়টাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে যায়।
তবে আমরা আশা করছি বন্যার পানি নেমে গেলে দ্রুত রাস্তাঘাট সংস্কার হবে তখন সরবরাহ চেইন স্বাভাবিক হবে। ফলে মূল্যস্ফীতিও কমে আসবে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ০৯ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ২২ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।
এছাড়া জুনে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮১ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ৭২ শতাংশ, যা মে মাসে ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ।
খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ।
এদিকে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ০২ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।
খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ১৮ শতাংশ, যা মে মাসে ছিল ৫ দশমিক ৭৩ শতাংশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here