

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দিনব্যাপী স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে গাজীপুরে গাছা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার ( ২২ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় নগরীর বোর্ডবাজার মির্জা ফিলিংস্টেশনের পাশে খোলা মাঠে।
অনুষ্ঠান শুরুতে এ দিন সকাল ১০টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়, সকাল ১১টায় আবৃত্তি, বেলা ১২টায় প্রবন্ধ উপস্থাপনা ও বিকেল ৩টায় বিতর্ক প্রতিযোগীতার মধ্যদিয়ে অনুষ্ঠান হয়ে উঠে বেশ প্রাণবন্ত। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশ নেয় অভিভাবক স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
শিক্ষামূলক প্রতিযোগীতায় প্রতিযোগীদের চূরান্ত মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন সনামধন্য পাচ প্রতিষ্ঠানের ৫জন শিক্ষক, তাঁরা হলেন, রাজউক উত্তরা মডেল কলেজের আইসিটি লেকচারার ইমতিয়াজ আহমেদ, টংগী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান লেকচারার জিনান আহমেদ, টঙ্গি পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক প্রদীপ অধিকারী, গুরুকুল এডুকেশন ক্লাবের সিইও মনির আল ইসলাম ও ফাহাদস টিউটোরিয়ালের পদার্থ বিজ্ঞানের মেন্টর বিটু এদবর প্রমূখ।
অনুষ্ঠান চলাকালে পরিদর্শনে আসেন গাছা থানার অফিসার ইন চার্জ আলী মোহাম্মদ রাশেদ, জামাতে ইসলামের গাছা থানার সভাপতি মিয়াজ উদ্দিন, সাবেক গাছা থানার সভাপতি আসাদুজ্জামান আসাদ, গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, ৩৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাসেম এবং অন্যান্য নেতা কর্মীরা।
গাছা প্রেসক্লাবের সভাপতি আমির আলীর সভাপতিত্বে সম্পাদক হামিদ খানের তত্বাবধানে ক্লাবের সকল সদস্যদের সহযোগীতায় সাংবাদিক আরিফ মৃধা ও টিটু কান্তি করের সঞ্চালনায় প্রথমার্ধের শিক্ষামূলক আনুষ্ঠানিকতা বাস্তবায়ন হয় বেশ উৎসব আমেজের মধ্যদিয়ে।
দিনব্যাপী আয়োজনের প্রথমার্ধে শিক্ষার্থীদের অংশগ্রহণে সকল আয়োজন নির্বিঘ্নেই সম্পন্ন হয়। তবে দ্বিতীয়ার্ধে সন্ধ্যায় হঠাৎ বৈরি আবহাওয়ার (ঝড় বৃষ্টি) ফলে পুরস্কার বিতরণী, অসম্পূর্ণ থেকে যায় পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকতার সাথে পুরস্কার তুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়। অতিথীদের মূল্যবান আলোচনা সভা ও তারকা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বটি সকলের সম্মতিতে স্থগিত করা হয়।
