গাছা প্রেস ক্লাবের শিক্ষামূলক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

0
23
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের গাছা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষামূলক অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে আজ পহেলা মার্চ ২০২৫ ইংরেজি শনিবার বিকাল ৩ ঘটিকায় গাছা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় চিত্রাংকন প্রতিযোগিতা, প্রবন্ধ আবৃত্তি, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গাছা প্রেস ক্লাবের সভাপতি আমির আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি মোহাম্মদ রাশেদ।
সঞ্চালনায় ছিলেন গাছা প্রেসক্লাব সদস্য টিটু ক্লান্তির ও সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলী মোহাম্মদ রাশেদ বলেন গাজীপুরে গাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে কোমলমতি শিশুদের নিয়ে তৃতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ব্যতিক্রম একটি উদ্যোগ নেয়ার জন্য গাছার প্রেস ক্লাবের সকল সাংবাদিক কে ধন্যবাদ জানান। তিনি বলেন বর্তমান সময়ে মাঠ কমে যাওয়ায় ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোন আসক্ত হয়ে গেছে। বাচ্চাদের যদি খেলাধুলায় আগ্রহ বাড়ানো যায় তাহলে মোবাইল ফোনে আসক্ত কমে যাবে।
বাচ্চারা একটি সুস্থ পরিবেশ পাবে বলে মনে করছেন তিনি এ সময় আরো বক্তব্য রাখেন গাছা থানার জামাত ইসলামের আমির মোঃ মিয়াজ উদ্দিন মাস্টার, গাছা থানার সাবেক সভাপতি বিএনপির আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি ফারুক খান, ৩৫ নং ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম, জামাতে ইসলামের নেতা খন্দকার আসাদুজ্জামান, গাছা থানা জামাত ইসলামের সদস্য আব্দুর রশিদ মোল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা।
আরো উপস্থিত ছিলেন গাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি এমারত হোসেন বকুল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক আনিসুল ইসলাম, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা জাহান ময়না, সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রাকিব হাসান, আব্দুল হালীম মাস্টার ও আব্দুল খালেক।
শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন টিটু’স টিউটোরিয়াল ও ই- সেবা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। শিক্ষা কার্যক্রমে আকর্ষণীয় পুরস্কার ছিল বাইসাইকেল, গাজীপুর শাহীন ক্যাড তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাতিহা মুনতাহা সহ ৬৫ টি ৩৪ টি স্কুলের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here