
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুরে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
পুলিশ জানায়,সোমবার রাতে গাছা থানাধীন সোন্ডা শরীফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক রফিকুল ইসলামের দোকানের সামনে পাকা রাস্তার উপর ০১(এক) জন মাদক ব্যবসায়ী নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন নির্দেশ ক্রমে অত্র এলাকায় মোবাইল-৫ (রাত্র) ডিউটিতে নিয়োজিত থাকা এসআই (নিঃ)/ আবদুল্লাহ ইবনে সাইদ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী মোঃ সোহেল হোসেন (৩০), পিতা- মৃত সুলতান আকন, সাং- বড়পাশা, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এ/পি- শরীফপুর মালেকের বাড়ী (আমিরুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- গাছা, জিএমপি গাজীপুর’কে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে গাছা থানার মামলা নং- ১২, তারিখ- ১৪/১২/২০২০, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ৩৬ (১) এর ১০(ক) ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী কোথা হতে মাদক আনয়ন করতো এবং কোথায় কোথায় বিক্রয় করত সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।
