ডেইলি গাজীপুর প্রতিবেদক: সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল পরিচালনা ও এলাকায় সরকার অনুমোদিত ডিশ ব্যবসায়িসহ সাধারন মানুষের ওপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশন ২২নং ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, পার্শ্ববর্তী বাংলাবাজার এলাকায় ‘ইমন কেবল নেটওয়ার্ক নামে একটি অবৈধ ডিশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।’ গত বছরের ৩১ সেপ্টেম্বর ওই অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, অবৈধ রিসিভার জব্দ করে। কিন্তু এর পরও ওই প্রতিষ্ঠানটি থেকে অবৈধভাবে ডিশ ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
এলাকার ডিশ ব্যবসায়ি অলি আহমেদ জানান, বিগত দিনে গজারিয়াপাড়া এলাকার একতা ক্যাবলভিশনের সাধারণ সম্পাদক ছিলেন সাইদুর রহমান সাইদ। পরবর্তীতে সাইদ এবং ইমনের নেতৃত্বে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে একতা ক্যাবল ভিশনের কন্ট্রোলরুম আগুনে পুড়িয়ে ২৫ লাখ টাকার ক্ষতি করে। এ ঘটনায় তিনি জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। তবে বর্তমানে সাইদ এবং ইমন এলাকায় অবৈধভাবে ডিশ ব্যবসা পরিচালিত করার পাশাপাশি একতা ক্যাবল ভিশন দখলের চেষ্টায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এসব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাসানো হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ ইমন ক্যাবল ভিশন বন্ধের দাবিতে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে।