Daily Gazipur Online

গাজীপুরে আইইউটি’র ইফতার মাহফিল

সানাউল্লা স্বপন :অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (ওআইসি) এর মহাসচিব ড. ইউসেফ আল ওথাইমিন এর পক্ষ থেকে গাজীপুরে ইসলামী ইউনিভাসিটি অব টেকনোলজির (আইউটি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়টির অডিটরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী ইউনিভাসিটি অব টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য ড. ওমর জাহ, গাজীপুরস্থ ডুয়েটের উপচার্য ড. মো. আলাউদ্দিন, আইসিআরসি (রেডক্রস) এর সহকারী প্রধান আবদু লতিফ এমব্যাক এবং আইউটির শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী।