Daily Gazipur Online

গাজীপুরে এসিআই লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমান

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসিআই লিমিটেডের স্যাভলন হ্যান্ড সিনিটাইজারে বিষাক্ত মিথানল পাওয়ায় গোডাউন সিলগালা সহ মেয়াদ উর্ত্তীণ টাটা টেটলী চা প্যাকেট জাত করে বাজারজাত করার দায়ে ১৭ লাখ টাকা জরিমান করে।
গত ০৪ অক্টোবর ২০২০ র‌্যাব-১, এর একটি আভিযানিক দল গাজীপুরে এসিআই কোম্পানীর স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজার গোডাউন এবং টাটা টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেডে ভোক্তা অধিকার সংরক্ষণের নিমিত্তে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। র‌্যাব সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম এর নেতৃত্বে পরিচালিত র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এবং সরকারের ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত কর্তৃক গাজীপুরের মোগরখাল এলাকায় অবস্থিত এসিআই কোম্পানী গোডাউনে রক্ষিত স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথালন পাওয়ায় এসিআই এর গোডাউন সিলগালা করা হয় অপরদিকে গাজীপুরের কোনাবাড়ীতে এসিআই বাংলাদেশ লিমিটেড এর মেয়াদ উর্ত্তীণ টাটা টেটলি চা প্যাকেট জাত করে বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪, ৫২ এবং ৫৩ ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭,০০,০০০/-(সতের লাখ) টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।
এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল শাফী উল্লাহ বুলবুল জানান, গত ১৬ বছর যাবৎ এসিআই বাংলাদেশ লিমিটেড কারখানায় টাটা টেটলী ব্র্যান্ডের চায়ের উৎপাদন মেয়াদ বাড়িয়ে প্যাকেজিং ও বাজার জাত করে আসিতেছিলো। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাব-১ এবং সত্যতা পাওয়ায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম টাটা টেটলী এসিআই কারখানা কর্তৃপক্ষকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া বিষাক্ত মিথানল দিয়ে এসিআই কোম্পানী স্যাভলন ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করায় এসিআই এর গোডাউন সিলগালা করা হয়েছে। গোডাউনের মালামাল কেমিষ্ট দ্বারা পরীক্ষা করে সত্যতা পাওয়া যাওয়ায় তা অধিক পরীক্ষার জন্য ঢাকায় ০৩টি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে এবং চ‚ড়ান্ত কেমিষ্ট রির্পোট পাওয়ার পরে এসিআই কোম্পানীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল শাফী উল্লাহ বুলবুল আরো বলেন করোনা মহামারীতে অধিক মুনাফার লোভে এসিআই কোম্পানী বাংলাদেশের সাধারন মানুষের জীবন নিয়ে প্রতারণা করেছে যা কোন ভাবেই কাম্য নয়। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।