Daily Gazipur Online

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। জান্নাতুল ফেরদৌস লীমু সদর উপজেলার ছোট কয়ের এলাকার রুহুল আমিনের মেয়ে। সে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলো। বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. শাহ্ আলম জানান, পূবাইল কলেজ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজন ও স্থানীয়রা লাশ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের বাড়ি যায়। সেখানে নিহতের পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।