
ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের বারবৈকা এলাকা হতে শীর্ষ ডাকাতি/দস্যু চক্রের সক্রিয় ০৫(পাঁচ) জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
গত ০৬ জানুয়ারি রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি গাজীপুর বাসন থানাধীন বারবৈকা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত/দস্যুতা দল দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন বারবৈকা রামপ্রসাদ গলির রামপ্রসাদের বাড়ী সংলগ্ন দক্ষিণ পাশের্^ নবনির্মিত রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম(২৮), পিতা-হাজী আক্কাস আলী, মাতা-হাজেরা খাতুন, সাং-বারবৈকা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২। মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা-মৃত আলী হোসেন, মাতা-সুফিয়া খাতুন, সাং-বারবৈকা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৩। মোহাম্মদ আলী(৩৩), পিতা-মোফাজ্জল হোসেন, মাতা-মহেলা বেগম, সাং-হেরোয়া নয়াপাড়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, এ/পি-সাং-দিঘীরচালা (শ^শুর মফিজ উদ্দিন এর বাড়ীর ঘর জামাই), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৪। জে. এ. রাজীব (২২), পিতা-মাইন উদ্দিন, মাতা-খাইরুন্নাহার, সাং-আব্দুল্লাপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-দিঘীরচালা(আর্মির বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ৫। মোঃ আসাদুজ্জামান (২৪), পিতা-খন্দকার গোলাম মর্তুজা, মাতা-আবেদা সুলতানা, সাং-দিঘীরচালা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর’দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ০২(দুই) টি রামদা (যাহা লম্বা অনুমান ৩৬ ইঞ্চি), ০১টি লোহার চাপাতি, ০১(এক)টি সুইচ গিয়ার চাকু, ০১(এক) টি চাকু, নগদ ১,২৫,৬২৭/-(এক লক্ষ পঁচিশ হাজার ছয়শত সাতাশ) টাকা, ০৯(নয়) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত/দস্যু দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি দস্যুতা করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের দস্যুতা কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
