গাজীপুরে পুকুরে পোনা মাছ অবমুক্ত ও গাছের চারা রোপন করেন শামছুন নাহার ভুইয়া এম পি

0
275
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মাছ চাষে গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শ্লোগানে মঙ্গলবার গাজীপুর মহানগর ৩২ নং নং ওয়ার্ডের মৈরান দড়িবাড়ী গ্রামে মৈরান বৃত্তিহীন সমবায় সমিতি নামে একটি সামাজিক সংগঠন জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। মোঃ বারেক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনের সংরক্ষিত আসনের আসনের এমপি শামছুননাহার ভুইয়া এম পি । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সসম্পাদক মোঃ শহিদুল্লাহ,মোঃ রফিকুল ইসলাম,মানিক মিয়ান,কামরুজ্জামান হেলাল,হ্যাপি বেগম প্রমুখ। বর্ষা মৌসুম কে সামনে রেখে গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা ছাড়ার বিতরণের কর্মসূচী নিয়েছে। বৃত্তিহীন সমবায় সমিতিকে পুকুরে মাছ চাষের জন্য আর্থিক আনুধান দিয়েছেন এমপি।এছাড়াও বাড়ির মহিলাদের সাথে নিয়ে রাস্তার পাশে বাড়ির আঙ্গিনায়, কবরস্থানসহ বিভিন্ন পতিত জমিতে ওষুধি ও ফলজ গাছের চারা রোপন ও পুকুওে মাছের পোনা অবমুক্ত করেন শামছুননাহার ভুইয়া এম পি ।
এ ছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বৃত্তিহীন সমবায় সমিতি সকলেই উৎসাহ নিয়ে গাছের চারা রোপন কাজে অংশগ্রহণ করে। এই উদ্যোগ প্রশসংনীয় এবং পরিবেশের জন্য বেশ উপযোগী বলে মন্তব্য করেন এলাকাবাসি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here