গাজীপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

0
261
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাষ্ট্রীয় কোষাগার হতে শতভাগ বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর ও কালিগঞ্জ পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা গাজীপুর প্রেসক্লাবের সামনে গত মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের ঢাকা বিভাগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল মোড়ল, জেলা কমিটির সভাপতি ও শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান, শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সংগঠনের শ্রীপুর ইউনিট শাখার উপদেষ্টা মোঃ লিয়াকত আলী মোল্লা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, কালীগঞ্জ পৌরসভার সচিব মিলন মিয়া, সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, কালিয়াকৈর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here