গাজীপুরে বিশ্ব নারী দিবস পালিত

0
59
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সুজন-সুশাসনের জন্য নাগরিক সদর মেট্রো থানা কমিটির আয়োজনে রৌদ্রছায়া আর্টস একাডেমির উত্তর ছায়াবীথি শাখায় ৮ মার্চ শনিবার বিকালে অনুষ্ঠিত হয় “বিশ্ব নারী দিবস ২০২৫” বিষয়ক আলোচনা সভা। এই বছরের প্রতিপাদ্য “সকল নারী ও মেয়ের জন্যঃ অধিকার-সমতা-ক্ষমতায়ন”। চাপুলিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন এর সভাপতিত্বে এবং সদর মেট্রো থানা কমিটির সভাপতি নাদিম মোড়ল এর সঞ্চালনায় ” আত্মত্যাগে নারী, অধিকারে কেন বঞ্চিত?” বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাজীপুর জেলা সংসদের সহ-সভাপতি দুলাল শিকদার, রোটারি ক্লাব অব গাজীপুরের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, শিক্ষক ইয়াসিন আরাফাত, টঙ্গী গাজীপুরের কো-অর্ডিনেটর মাসুদুর রহমান, শিশু বিকাশ ও পারেনটিং স্টাইল বিষয়ক প্রশিক্ষক মাহফুজ মণি, অভিনেতা মোঃ কামরুজ্জামান প্রমুখ।এসময় আরও উপস্থিত ছিলেন রৌদ্রছায়া আর্টস একাডেমির প্রতিষ্ঠাতা এসএমজি সারোয়ার হোসাইন, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক প্রমুখ। সকলের বক্তব্যে আত্মোপলব্ধি এবং স্ব স্ব অবস্থান থেকে নারীদের অবদান নিয়ে আলোচনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আলোচনার শেষে উপস্থিত সকলে ইফতার করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here