ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর বাসন এলাকার চাঞ্চল্যকর শালিকাকে ০৩ মাস যাবৎ ধর্ষণের দায়ে দুলাভাই আলী আকবর(৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মুনির হাসান এর দিক নির্দেশনায় গাজীপুর বাসন এলাকায় দুলাভাই কর্তৃক শালীকে ধর্ষণের দায়ে ধর্ষক আলী আকবর(৩৫) গ্রেফতারের কাজ শুরু করে র্যাব-১।
গাজীপুর বাসন এলাকার ভাড়াটিয়া অধিবাসী ভিকটিম(৩০) এর জীবন নাশের হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ০৩ মাস যাবৎ জোরপূর্বক ধর্ষণ করে আসিতেছিল তার দুলাভাই। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি সহ ব্যাপক ভাবে মিডিয়ায় প্রচার হয়। অবশেষে ভিকটিম নিরুপায় হয়ে র্যাব-১, গাজীপুর কার্যালয়ে এসে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১ এর চৌকস আভিযানিক দল উক্ত ধর্ষণকারীকে গ্রেফতারের লক্ষ্যে সোর্স নিয়োগসহ র্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায়ঃ গত ২৮ নভেম্বর ২০২০ রাতে র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গাজীপুরের বাসন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধর্ষক আসামী ১) মোঃ আলী আকবর(৩৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মোসাঃ রাশেদা বেগম, সাং-মূখ্যপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, এ/পি-সাং-কড্ডা খোয়ারপাড়া (জয়নাল ড্রাইভার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বাসন, জিএমপি, গাজীপুরকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর ভাষ্যমতে, ধৃত আসামী মোঃ আলী আকবর পেশায় একজন গার্মেন্টস কর্মী। ভিকটিম তার শালীকা। গত ০৩ মাস পূর্বে আসামী ভিকটিমকে গার্মেন্টস এর চাকুরী দেওয়ার কথা বলে তার গ্রামের বাড়ী থেকে গাজীপুরে নিয়ে আসে। গাজীপুরে আসার পর প্রথমে আসামী বাসন এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। এরপর থেকে আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কু প্রস্তাব দেয়, কিন্তু তাতে ভিকটিম রাজি না হওয়ায় তার জীবনের হুমকি দিয়ে নিজের শালীকাকে দিনের পর দিন ধর্ষণ করে আসিতেছিল। অবশেষে ভিকটিমের অভিযোগের প্রেক্ষির র্যাব-১ গাজীপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল গাজীপুরের বাসন এলাকায় অভিযান পরিচালনা করে এই সিরিয়াল ধর্ষক মোঃ আলী আকবর(৩৫) কে গ্রেফতার করা হয়। র্যাবের হাতে গ্রেফতারের পর ধৃত আসামী ঘটনার বিষয়ে স্বীকার করে এবং নিজেদের মুখে তার বর্ণনা দেয়।
এই বিষয়ে ভিকটিম বাদী হয়ে জিএমপি, গাজীপুর বাসন থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-৩৫ তারিখ ২৯/১১/২০২০ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১)।