Daily Gazipur Online

গাজীপুরে সবুজ প্রেমীদের মিলনমেলা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : জমি না থাকলেও ছাদে কৃষি করে থাকেন এরকম সবুজ প্রেমীদের গাজীপুরে মিলনমেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ‘বাগন করি সহজে’ এবং ‘গাজীপুর ছাদকৃষি’ এ নামের দু’টি ফেসবুক গ্রæপের এডমিনবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত মিলন মেলায় ডিএই, ঢাকা উপজেলা কৃষি অফিসার (এল.আর) মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন অফিসার ড. মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের ডিএই খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মুহাম্মদ শাহ আলম, গাজীপুর সদর উপজেলা কৃষি অফিসার সাবিনা সুলতানা, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল খালেক সরকার, সাংবাদিক মোঃ সিরাজ উদ্দিন, রোমান শাহ্ আলম, মোঃ বায়েজীদ হোসেন, কামাল হোসেন বাবুল, মোঃ মিল্টন খন্দকার প্রমুখ। সদস্যরা সকলে শুধু জমিতে নয় বাড়ির ছাদেও বিভিন্ন ফলদ ও সব্জি চাষ করে থাকে। ফেইসবুকে ‘বাগান করি সহজে’ ও ‘গাজীপুর ছাদকৃষি’ নামক দু’টি গ্রæপে কৃষি ক্ষেত্রে তাদের যে কোন সমস্যা সমাধানে কমেন্ট করে সমাধান পেয়ে থাকেন। এছাড়া এই গ্রæপ দু’টিতে কৃষি অফিসাররাও সদস্য হিসেবে আছেন। অতিথিরা মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাগান ও ছাদ কৃষি সম্পর্কে বিভিন্ন দিগনিদের্শনা মূলক বক্তব্য দেন। সারা বাংলাদেশের সাড়ে ৫ হাজার ছাদ বাগানি ও কৃষি প্রেমি এ সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। অনুষ্ঠানে শেষে বিভিন্ন প্রকারের সব্জি বীজ ও ফুল ফলের চারা সকলের মাঝে বিতরণ করা হয়। ব্যাতিক্রমি এই সংগঠন বাগান করা ও বাড়ির ছাদে কৃষিতে উৎসাহিত করে থাকেন।