Daily Gazipur Online

গাজীপুরে ১১০০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ বায়েজীদ হোসেন : গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নের্তৃত্বে গত ৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ ফিরোজ উদ্দিন, এ.এস.আই এইচ এম সোহাগ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার বিলাশপুর এলাকা থেকে মাদক বিক্রির সময় মাদক ব্যবসায়ী সানু আক্তার মুক্তা (২০) ও মঙ্গল আলী (৫০)কে ১১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। পুলিশ জানায় তারা বিলাশপুর এলাকায় দীর্ঘদির যাবত মাদক ব্যবসা করে আসছে। ধৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।