

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গত ১৮দিন ধরে নিখোঁজ রয়েছেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউসুফ গাজী, পিতা:মোহাম্মাদ আবু বাকার গাজী,গ্রাম: চুয়ারীখোলা,থানা:কালীগঞ্জ,জেলা:গাজীপুর ৷ সর্বশেষ তিনি বাসা থেকে জজ কোর্টের উদ্দেশে বেরিয়ে ছিলেন।সর্বশেষ তিনি গত ২৮ অক্টোবর ২০২৪ সোমবার বাসা থেকে জজ কোর্টের উদ্দেশে বেরিয়ে ছিলেন।
গত ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জ থানায় ইউসুফের ছোট বোন শারমিন আক্তার (২৭) একটি সাধারণ ডায়েরি (জিডি-১৩৭৭) লিপিবদ্ধ করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল কবীর নকিব ডেইলি গাজীপুরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদ ইউসুফ গাজী নামে একজন আইনজীবী নিখোঁজ রয়েছেন বলে জিডি করেছেন তার বোন। তার সর্বশেষ অবস্থান এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা করছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ অক্টোবর ২০২৪ খ্রিঃ সকাল ০৭:৩০ ঘটিকা সময় নিজ বাড়ী থেকে গাজীপুর জজ কোর্টে যাওয়ার উদ্দেশ্যে কালীগঞ্জের চুয়ারীখোলা বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি, খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
