

মোঃ বায়েজীদ হোসেন: আজ রোববার ১৩ আগস্ট বেলা ১১ ঘটিকায় গাজীপুর জেলা কলেজ হল রুমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা কলেজের সভাপতি মোঃ আজহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী এম. মহিউদ্দিন শরিফী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের পরিচালক মোঃ জয়নাল আবেদীন, মোঃ তারেক আল আজিজ, অনুষ্ঠান উদ্ধোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান রানা, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ মিলন হোসেন, প্রভাষক মোঃ ওয়ালী উল্লাহ, ফারজানা রূমকী, নাজিম মাহমুদ, নীলা আক্তার, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ১ম বর্ষের মোঃ রুমী, তামান্না আক্তার লাবনী, ২য় বর্ষের রায়হান উল্লাহ, রফিকুল ইসলাম, মোছাম্মদ সুমী আক্তার, নুসরাত জাহান ফারিহা।
