ডেইলি গাজীপুর প্রতিবেদক : “তথ্যই শক্তি, জানবো জানাবো, দূর্নীতি রুখবো” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও টিআইবি, সনাক গাজীপুর আয়োজিত ৮ ও ৯ ডিসেম্বর ২ দিন ব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর সকাল ১০টায় রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন এবং সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপক ফাতেমা জোহরা। দূর্নীতি বিরোধী শপথ পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল রানা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শাহজাহান, টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহানুল হক নোবেল, স্বাগত বক্তব্য রাখেন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাসান আলী। দ্বিতীয় দিনের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, দুদকের উপপরিচালক বায়েজিদুর রহমান, টিআইবির সিভিল এনগেজমেন্ট কো-অর্ডিনেটর আতিকুর রহমান, সভাপতিত্ব করেন জনাব হাসান আলী। সভায় উপস্থিত ছিলেন সোলায়মান হোসেন খান শাহেদ, জোবেদা খানম, ফয়জুন্নেসা লাভলী, শেকানুল ইসলাম শাহী, চিত্রা সাহা, সাইফুল ইসলাম, রোকেয়া চৌধুরী, এরিয়া কো-অর্ডিনেটর এ এফ এম আহাদ, ডাঃ সালমান, জিমি পারভীন, হাসিবুর রহমান, মীর ফারুক, অধ্যাপক অসীম বিভাকর, নুর মোহম্মদ রাকিব, শিউলি আক্তার, প্রমুখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন ” সঠিক তথ্যের মাধ্যমে দূর্নীতি অনেকাংশে দূর করা সম্ভব। জনগন তথ্য সম্পর্কে অবগত হলেই তাঁদের অধিকারের ব্যাপারে সচেতন হতে পারে। প্রশাসনের যেসব প্রতিষ্ঠান সেবা প্রদান করেন তাঁদের কর্তব্য হচ্ছে নিজ নিজ প্রতিষ্ঠানের তথ্য যেন জনগণ সহজে পেতে পারেন সেই ব্যবস্থা করা এবং দূর্নীতিমুক্ত প্রশাসন চালনায় স্বউদ্যোগী হওয়া। এছাড়া জনগণেরও উচিত তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া ও তথ্য পাওয়ার ক্ষেত্রে স্বপ্রণোদিত উদ্যোগ গ্রহণ করা। দ্বিতীয় দিনের সভয় অতিথিগন বলেন তথ্যের অভাবে দূর্নীতি বাড়ে। তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাষন প্রতিষ্ঠা করা সম্ভব। এ ব্যাপারে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী ও জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে গাজীপুর সনাকের কর্মতৎপরতাকে তাঁরা স্বাগত জানান। বক্তাগণ দূর্নীতি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার অনুরোধ করেন এবং তথ্য প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে সচেতন হয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখা।
৩৩টি সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান মেলাস্থলে স্টল হতে তাঁদের কার্যক্রম সম্পর্কে আগত জনগণকে অবগত করেন ও তথ্য প্রদান করেন। প্রতিদিন বিকালে ভিন্নভাবে সক্ষম শিশুরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দূর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা এবং পরশ, ইয়েস দল, চন্দ্রবিন্দু থিয়েটারসহ বিভিন্ন সংগঠন সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, মুকাভিনয় ও নাটক পরিবেশিত হচ্ছে। গণশুনানীতে জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এসি ল্যান্ড,জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর কর্মকর্তাবৃন্দ। উৎসবমুখর মেলায় সচেতন নাগরিক কমিটি-সনাক, এ্যাকটিভ সিটিজেন গ্রুপ- এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যগন, বিভিন্ন সরকারি -আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগন ও বিভিন্ন শ্রেনি-পেশার বিপুল সংখ্যক জনগন মেলায় অংশগ্রহন করেন। তাঁরা এই আয়োজনের জন্য গাজীপুর জেলা প্রশাসন ও সনাক, গাজীপুরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
গাজীপুর জেলা প্রশাসন ও টিআইবি,সনাক আয়োজিত ২ দিন ব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিত
