ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল আগামী ৮ এপ্রিল, শুক্রবার বিকেল ৪টায় শহরের ফুড পার্কে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট দেওয়ান আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন, গাজীপুর জজ কোর্টের এপিপি হাজী এডভোকেট মোঃ আতাউর রহমান আকাশ, ক্লাবের উপদেষ্টা মোঃ আকতারুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম বাবু, মোঃ শাহিন মোল্লা ও যুবলীগ নেতা হানিফ উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেন। ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ ও কার্যকরী সভাপতি কাজী মোঃ মকবুল হোসেন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ইফতার মাহফিল ৮ এপ্রিল
