
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের স্টাফ প্রয়াত আব্দুর রহমান মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শনিবার দুপুরে ক্লাব কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত। ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক এম.এ.ফরিদ এর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন। এসময় মরহুম আব্দুর রহমান মিয়ার স্মৃতি নিয়ে আলোচনা করেন, ক্লাবের উপদেষ্টা লায়ন আব্দুল মজিদ খান, এ্যাড. লাবীব উদ্দিন, ক্লাবের কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম জিতু, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসিব খান ও নির্বাহী সদস্য মোঃ বায়েজীদ হোসেন, মরহুম আব্দুর রহমানে ছেলে আব্দুল মালেক ও মোঃ বিল্লাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট কলামিষ্ট ফজলুল হক মুক্তা, যুগ্ম সম্পাদক মোঃ মনির হোসেন সরকার, সমাজ কল্যান সম্পাদক মোঃ সেলিম হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফজলুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, সদস্য রুহুল আমীন প্রমুখ।
