

মোঃ বায়েজীদ হোসেন: ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ গাজীপুর বার এর সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ১২ এপ্রিল বুধবার গাজীপুর মহানগরীর জোড়পুকুরস্থ একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এড. গোপাল সুত্রধর এর সার্বিক ত্বতাবধানে উপস্থিত ছিলেন এড. জাকির উদ্দিন আহম্মেদ, এড. তৌহিদুল ইসলাম রনি, এড. মোফাজ্জল হায়দার, এড. মিলন হোসেন, এড. মাহবুব, এড. মাহমুদ রেজা তুষার, এড. আশরাফুল আলম, এড. হাবিবুর রহমান নয়ন, এড. শাহাদাত হোসেন, এড. রিয়েল, এড. আলমগীর, এড. আশিক. এড. মাহমুদা মামুনি, এড. সেলিনা, এড. রবিউল, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এড. জাকির হোসেন, গাজীপুর বারের সহ সাধারণ সম্পাদক এড. মেহেদী হাসান জজ, নবনির্বাচিত অডিটর এড. মোহাম্মদ মাহবুব হাসান প্রমুখ।
