Daily Gazipur Online

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাসেলকে ফুলেল শুভেচ্ছা

অলিদুর রহমান অলি, গাজীপুরঃ গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাহার এর নেতৃত্বে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মেয়র পদ প্রার্থী আলহাজ্ব মোঃ কামরুল আহসান সরকার রাসেলকে বৃহস্পতিবার সকালে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নবনির্বাচিত কার্য-নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন তারা হলেন- কমিটির যুগ্ম সম্পাদক তৌফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ কাজী আব্দুল মান্নান , দপ্তর সম্পাদক রেজাউল করিম মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিপুল বৈরাগী বিপ্লব, নির্বাহী সদস্য অলিদুর রহমান অলি, শাহানাজ পাটোয়ারি ও দেলোয়ার হোসেন সিকদার প্রমুখ।