মোঃ বায়েজীদ হোসেনঃ গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে আজ বুধবার ১ এপ্রিল ও গতকাল মঙ্গলবার ৩১মার্চ ১৫নং ওয়ার্ডের গরিব দুঃখী বাসিন্দারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। গত ৩১ মার্চ গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায় ২০০ শত হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং আজ ১ এপ্রিল ওই একই ওয়ার্ডের ভোগড়া সরকার বাড়ি এলাকায় ১৫০ জন রিক্সাওয়ালা ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান জাতির দুর্দিনে পূর্বেও ছাত্রলীগ ভূমিকা রেখেছেন বর্তমান ও আগামী দিনেও গাজীপুর মহানগর ছাত্রলীগ ভূমিকা রেখে যাবেন।