Daily Gazipur Online

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

অলিদুর রহমান অলি: গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম জাতীয় শোক দিবস পালন।
আজ শনিবার ২৬ (আগষ্ট) সকাল ১১টায় গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটেরিয়াম যুব উন্নায়ন অধিদপ্তর প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো: আতাউর রহমান এর সভাপতিত্বে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, দি ডেইলী পিপলস লাইফ ও সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, প্রফেসর এমএ বারি, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মুক্ত বলাকা সম্পাদক আলমগীর হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, কন্ঠ বাণী সম্পাদক জানে আলম, সাংবাদিক নুরুল আমিন সিকদার, মোহাম্মদ আলী ভূইয়া, কামাল হোসেন বাবুল, আব্দুল গাফফার, খোরশেদ আলম, আবিদ হোসেন বুলবুল, কাজী মকবুল হোসেন, আব্দুর রহমান, মেহদী হাসান বিপ্লব, বিপ্লব বৈরাগী, রেজাউল করিম, শাজাহান মিয়া, মুন্নি খানমসহ গাজীপুর সাংবাদিক ইউনিয়নের গাজীপুর মহানগর, জেলা, উপজেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন ।