Daily Gazipur Online

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রাথী নতুন মুখ চায় জনগন

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : মোঃ সুমন মিয়া কাউন্সিলর প্রাথী ৩৯ নং ওয়ার্ড গাজীপুর সিটি করপোরেশনে। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় সকল ক্যান্ডিডেট থেকেএগিয়ে রয়েছে সুমন মিয়া। সাধারন জনগন চায় এবার নতুন মুখ, ক্লিন ইমেজের নতুন মুখ, সুমন মিয়াকে সামাজিক কাজে সব সময় সবাই কাছে পায়, মহামারি করোনা কালিন সময় একাধিক বার মেহনতি মানুষের পাশে ছিলেন ,পাশাপাশি পড়াশোনার প্রতি তার অগাত ভালবাসা গরিবদের পড়াশোনার দায়বার নিতেন তিনি ও তার সংগঠন হায়দরাবাদ বন্ধু মহল যুব সংঘ।